রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরে চেক জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দিনাজপুরে চেক জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের বিরামপুরে চেক জালিয়াতির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে (৫৫) আটক করে কারাগারে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিরামপুর-হিলি রেল গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দিওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন এর নামে দিনাজপুর আদালতে চেক জালিয়াতির একটি মামলা হয়। সেই মামলায় ওই চেয়ারম্যানকে আদালত চার মাসের বিনাশ্রম দন্ড দেয়। আটক আবুল হোসের বিজুল জংগল এলাকার বাসিন্দা।
তিনি বলেন, ওই মামলায় আবুল হোসেনকে আটক করে দিনাজপুর কারগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …