নিউজ ডেস্ক:
১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পর এবার চীনারাই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পাথর আনছে। পৃথিবীর পথে ইতিমধ্যেই রওনা হয়েছে চ্যাং’ই।
চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, চ্যাং’ই ৫ ক্যাপসুল চাঁদ থেকে পৃথিবীর পথে তিন দিনের যাত্রা শুরু করেছে। চাঁদের কক্ষপথের বাইরে যেতে চন্দ্রযানটির ২২ মিনিটের মতো সময় লাগে। এজন্য চারটি ইঞ্জিন চালাতে হয় চন্দ্রযানটিকে। প্রাচীন চীনা এক দেবীর নামে নামকরণ হয়েছে প্রোগ্রামটির। চাঁদে তুলনামূলক কম আবিস্কৃত অঞ্চলগুলো গত চার বছর ধরে পর্যবেক্ষণ করে আসছে ‘চ্যাং’।
পরবর্তীতে তারা চাঁদে একটি স্থায়ী ‘বেস’ ও স্থাপন করতে চায়। এছাড়াও চীন ২০২২ সালের প্রথম দিকে যাত্রা শুরু করতে একটি স্পেস স্টেশনও তৈরি করছে।