নিজস্ব প্রতিবেদক:
চিতলগাড়ী জলার জলাবদ্ধতা নিরসনে নাটোর পৌরসভার নীচাবাজার এলাকায় ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি। জানা যায়, ২য় পর্যায়ে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের উত্তরা সুপার মার্কেটের পেছন থেকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বাড়ি হয়ে নারদ নদ পর্যন্ত ২৫০ মিটার আর সি সি ড্রেন নির্মাণ কাজ শুরু হলো।
এই অর্থবছরেই পিংকি কনস্ট্রাকশনস এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। মেয়র উমা চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে এই ড্রেনের নির্মাণ জরুরী হয়ে ছিলো। আজ কাজ শুরু হওয়ার ফলে জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘবের প্রক্রিয়া শুরু হলো। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী রফিকুল ইসলাম শাহিন, ঠিকাদার আশফাকুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার প্রমুখ।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …