মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / চিকিৎসার জন্য আকুতি কলেজ ছাত্রী ফাতেমার

চিকিৎসার জন্য আকুতি কলেজ ছাত্রী ফাতেমার

বিশেষ প্রতিবেদকঃ
ক্যান্সারে আক্রান্ত দিনমজুর বাবার মেয়ে বলে কি চিকিৎসা পাবে না কলেজ ছাত্রী ফাতেমা? চিকিৎসা না পেয়ে চলে যাবে পরপারে ? আমরা কি পারি না ফাতেমার পাশে দাঁড়াতে? ফাতেমাকে বাঁচাতে অসহায় দিনমজুর বাবা সামাজের বৃত্তবান, হৃদয়বান ব্যক্তিদের সাহায্য চান যাতে মেয়ের জীবন বাঁচাতে অন্ততঃ কয়েকটি কেমো দিতে পারেন।

অসুস্থ ফাতেমা লালপুর উপজেলার পাইকপাড়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। বাড়ি আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। বাবার নাম কামাল হোসেন। সংসারে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে মানবেতর জী্বনযাপন করছেন।ফাতেমা জেনেটিক ক্যান্সারে আক্রান্ত।

কলেজ ছাত্রী ফাতেমা বেঁচে থাকার আকুতি জানিয়ে বলেন, আমি এই সুন্দর পৃথীবিতে বেঁচে থাকতে চাই। আমার গরীব বাবার পক্ষে চিকিৎসা খরচ বহন অসাধ্য হয়ে দাড়িয়েছে। দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করুন।

দিনমজুর বাবা কামাল হোসেন জানান, আমি সাধারন দিনমজুর। সংসার চালাতেই হিমশিম খেতে হয়, তার উপরে মেয়ের চিকিৎসা। সর্বস্ব বিক্রি করে মেয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছি। এখন আল্লাহর উপর ভরসা আর সমাজের বৃত্তবানদের দিকে তাকিয়ে আছি। মেয়েটির মুখের দিকে তাকাতে পারি না। আপনারা সাংবাদিকরা একটু প্রচার করেন ভাই, আমার মেয়েটার চিকিৎসার জন্য।

ফাতেমাকে সাহায্যে বিকাশ নম্বরঃ ০১৭১৪-৫৭৩২০০ মাহমুদ(প্রতিবেশী)।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …