শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / চাল উৎপাদনে ৩য় হতে পারে বাংলাদেশ
চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে হটিয়ে তিনে আসবে বাংলাদেশ: মার্কিন কৃষি বিভাগ

চাল উৎপাদনে ৩য় হতে পারে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ
ধারাবাহিকভাবে উৎপাদন বাড়তে থাকায় প্রথমবারের মত চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।

বৈশ্বিক কৃষি উৎপাদন পরিস্থিতি নিয়ে মার্কিন কৃষি বিভাগের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। চাল উৎপাদনে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান চতুর্থ। চীন ও ভারতের পরেই তৃতীয় স্থানটি ছিল ইন্দোনেশিয়ার।

তবে চলতি অর্থবছরে বাম্পার ফলন হওয়ায় বাংলাদেশে চালের উৎপাদন ৩ কোটি ৬০ লাখ টন ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। আর তা হলে ইন্দোনেশিয়াকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ায় খারাপ পরিস্থিতির কারণে এবার চালের উৎপাদন নেমে যেতে পারে ৩ কোটি ৪৯ লাখ টনে। তবে সামনের বছর দেশটি ঘুরে দাঁড়াতে পারলে বাংলাদেশের জন্য তৃতীয় অবস্থান ধরে রাখা চ্যালেঞ্জিং হবে মন্তব্য করা হয় প্রতিবেদনে।

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …