নিজস্ব প্রতিবেদক:
দেশের অবশিষ্ট চার হাজার স্কুল জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাটোরের বড়াইগ্রামের চক দাইড়পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সমিতি বদরুল আমিন ফরহাদ।
বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চকদাইড় পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এসএম মাসুদ রানা মান্নানের সভাপত্বি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে সমিতির কেন্দ্রীয় মহাসচিব ফরিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক লীনা রানী দাস, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাবু ও দপ্তর সম্পাদক মোকছেদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক খাবির হোসেন, পাবনা জেলা সভাপতি জলিল আহমেদ, সিরাজগঞ্জ জেলা সভাপতি ফজলুল হক, বগুড়া জেলা সহ-সভাপতি নাজিয়া সুলতানা, নাটোর জেলা সভাপতি কাওসার আহমেদ ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বদরুল আমিন ফরহাদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনদরদী নেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে ২৬ হাজার বেসরকারি স্কুল একযোগে সরকারি করেছেন। নানা কারণে সে সময়ে আমাদের স্কুলগুলো সরকারি হয়নি। এতে আমাদের জীবন ও সন্তানদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে। তাই অবশিষ্ট চার হাজার একশ’টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে সরকারি করার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জোরা দাবি জানাচ্ছি। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
নীড় পাতা / জেলা জুড়ে / চার সহস্রাধিক স্কুল জাতীয়করণের দাবিতে বড়াইগ্রামে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সমাবেশ
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …