নিউজ ডেস্ক:
তুরাগ নদের তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চতুর্থ দিনের অভিযানে নদী তীরের গাবতলী থেকে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত এলাকার দেউল এবং আশুতিয়া মৌজায় ১ দশমিক ৭৫ একর জায়গা উদ্ধার করেছে।
এ নিয়ে চার দিনের অভিযানে মোট ৭ দশমিক ৫০ একর নদীর জায়গা উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম শোভন রাংসা। এ সময় ৭টি নদীর সীমানা পিলার অবমুক্ত করা হয়।
তা ছাড়া ৩টি বালুর গদি উচ্ছেদ, ৭৫ ফুট ড্রেজার পাইপ, ৩টি ভরাট অপসারণ এবং ১টি করে টিনশেড, বাঁশের জেটি, মাছ ধরার বাঁশের খুঁটি অপসারণ করা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।