শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চারঘাট থেকে হেরোইন ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব

চারঘাট থেকে হেরোইন ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চারঘাট
রাজশাহীর চারঘাট থেকে হেরোইন ও ইয়াবাসহ মোখলেছ মিয়া (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে  তাকে উপজেলার হলদিগাছি জাগির পাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক মোখলেছ একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার  এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিয়ানিক দল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিগাছি জাগির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২৩ গ্রাম হেরোইন, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির ১৪০০ টাকা সহ মোখলেছকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …