মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চারঘাটে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

চারঘাটে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুক্তার হোসেন (৬২) নামে এক হকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার সকালে উপজেলার সরদহ ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত. হকার মোক্তার হোসেন উপজেলার মধুপুর গ্রামের মৃত. হায়দার আলীর ছেলে।

আহত দুই ব্যক্তি হলেন মৃত. মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি এক বছরের শিশু হামীম । তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে শিশু হামীমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মইদুল ইসলাম জানান, মৃত ব্যক্তি একজন বেলুন বিক্রেতা। প্রতিবছরের মত এবারও ঈদ উপলক্ষ্যে তিনি বেলুন বিক্রি করছিলেন। মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে তার শরীরের নিচের অংশে পুড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …