রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / চাপিলার চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুরের মোটরসাইকেল শোভাযাত্রা

চাপিলার চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুরের মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:          
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.মাহাবুবুর রহমান ছয় শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্যাপক শোভাযাত্রা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাপিলার প্রতিটি এলাকায় ওই শোভাযাত্রা করা হয়। 

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাপিলা ইউনিয়ন আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মো.নাসিরুজ্জামান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাধক সোলায়মান হোসেন, ৩ নং ওয়ার্ড আ-লীগের সভাপতি রঞ্জু আহমেদ, ৬ নং ওয়ার্ড আ-লীগের সভাপতি বাবলুর রহমানসহ ইউনিয়ন আ-লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রায় অংশগ্রহণ করা নেতাকর্মীরা চেয়াম্যান প্রার্থী মাহাবুবুর রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান। 

প্রার্থী মাহাবুবুর রহমান বলেন, জনগণের সমর্থনে তিনি চাপিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এলাকাবাসির কাঙ্খিত সেবা নিশ্চিত করার জন্য তিনি দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের অকুন্ঠ সমর্থন নিয়ে এবার তিনি চাপিলা ইউনিয়নকে মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ মুক্ত একটি ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে  চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …