রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বন্ধ হলো পেঁয়াজ রপ্তানি

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বন্ধ হলো পেঁয়াজ রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে ভারত থেকে কোন প্রকার পেয়াজের গাড়ি এই বন্দরে প্রবেশ করেনি। আর নতুন করে কোন আমদানি অর্ডার নেয়নি দেশটি।

এদিকে বন্দর দিয়ে পেয়াজ না আসায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় পেঁয়াজের বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা দাম বেড়েছে পেয়াজের। গতকাল স্থানীয় বাজারে প্রতিকেজি পেয়াজ বিক্রয় হয় ৩৮-৪০ টাকা দরে। আর আজ সকাল থেকে প্রতিকেজি পেয়াজ বিক্রয় হচ্ছে ৪৪-৪৫ টাকা দরে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলেন, গতকাল বন্দরে ৪৪টি ভারতীয় পেয়াজের গাড়ি প্রবেশ করলেও আজ তা কোন পেঁয়াজের গাড়ি বন্দর প্রবেশ করেনি। পেয়াজ না আসায় স্থানীয় বাজারে পেয়াজের দাম বাড়ার সম্ভবনা রয়েছে।

আর পেয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারতের মহদিপুর বন্দর এলসি করা ৭০-৭৫ গাড়ি পেয়াজ আটকে পড়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …