মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইবাবগগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ভারতে থেকে ৫ ট্রাক পিয়াজ আমাদানি করেছে ব্যবসায়ী।

আজ বুধবার সকালে মহদিপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে পিয়াজ ৫টি গাড়ি। এ বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থল শুল্ক বন্দরের সহকারী কমিশনার সাইফুর রহমান।

সোনামসজিদ স্থল শুল্ক বন্দরের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, বর্তমানে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কোন ধরনের পিয়াজের আমদানি হচ্ছে না। কিন্তু আজ সকালে ৫ ট্রাক পিয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে। এগুলো আমদানিকারকদের আগের এলসি করা পিয়াজ। ব্যবসায়ীরা মহামান্য হাইকোর্টের নির্দেশে এই পিয়াজের গাড়ি সোনামসজিদ স্থলবন্দরে নিয়ে আসে। আর কয়েক গাড়ি পিয়াজ আসার সম্ভবনা রয়েছে।

এদিকে সোনামসজিদ সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, পিয়াজ আসার বিষয়টি জানলেও কত গাড়ি পিয়াজ আসবে তা জানা নেই তার। আর কিভাবে এই পিয়াজের গাড়ি সোনামসজিদ স্থল বন্দর আসলো জানেন না তিনি। 

স্থল বন্দর মাধ্যমে জানা যায়, প্রায় ১০০ মেট্রিটন পিয়াজ নিয়ে আসেন সেলিম ট্রেডাস ও ফারুক ট্রেডাস।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে

চাঁদাবাজি, হামলা ও জালিয়াতির অভিযোগে সাংবাদিক সম্মেলন নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও …