বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের পৃথক দুটি অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের পৃথক দুটি অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ:
র‌্যাবের পৃথক দুটি অভিযানে ১১ কেজি চা পাতা ও ২৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (১২ অক্টোর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর রেলগেট এলাকায় এবং রাজশাহীর গোদাগাড়ী হাটপাড়া এলাকায় দুইটি পৃথক অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার আব্দুর রাকিব এর ছেলে আব্দুর রাজ্জাক (২৭) ও একই এলাকার ইকরামুল হকের ছেলে সুমন আলী (৩৩) এবং একই উপজেলার কানসাট বাগদূর্গাপুর এলাকার মুরতোজা আলমের দুই ছেলে সেলিম রেজা (৩৪) ও আশরাফুল আলম (২৪)।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ র‌্যার ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় রেলগেট এলাকায় এবং রাত ২টায় গোদাগাড়ীর হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে চা পাতা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। র‌্যাব জানায় আসামীরা বিশেষ কায়দায় প্যাকেটজাত চায়ের সাথে এবং ট্রাকের ভেতর সুকৌশলে গাঁজাগুলো ভারত থেকে কুমিল্লা ও কুড়িগ্রাম হয়ে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসার পথে র‌্যাবের অভিযানে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং এর মাধ্যমে তারা যুব সমাজকে বিপথগামী করছে।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …