বুধবার , জানুয়ারি ২৯ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে

চাঁদাবাজি, হামলা ও জালিয়াতির অভিযোগে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও জালিয়াতির অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। তাদের দাবী ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চাঁপাইনবাবগঞ্জ জেলার মালিকদের বাস সড়কের চলাচল করতে দিচ্ছে না। তারা কাউন্টার দখল ও রশিদ জালিয়াতির মাধ্যমে বিগত ৫ দিন যাবৎ শুধুমাত্র রাজশাহী জেলার পরিবহন মালিকদের বাস চলাচল করাচ্ছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবহন শ্রমিক এবং মালিকরা ব্যবসায়ীকভাকে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংকটে পড়েছে পাঁচ শতাধিক মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। এছাড়া ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজির অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার পৌর এলাকার হরিপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা এসকল অরাজকতার বিরুদ্ধে প্রশাসনের অসহযোগীতার কথাও সাংবাদিকদের নিকট তুলে ধরেন। 

বক্তরা বলেন, সরকারে নিদের্শনা বাস্তবায়নে তারা কোন সহযোগতী পাচ্ছেন না। বরং তারা প্রতি পদে পদে দূর্নীতি, হামলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। অবিলম্বে মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের বিরুদ্ধের এসকল অপকর্মের শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন মোটর শ্রমিক নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ঠ উপ-কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সানাউল্লাহ সানু প্রমূখ।

আরও দেখুন

নলডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,, নাটোেরের নলডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮ …