বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে একটি চক্র ফায়দা হাসিল করছে বলে অভিযোগ করেছেন জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পাঠাগার মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক মোঃ শহিদুল ইসরাম রানা অভিযোগ করে বলেন, শ্রমিক লীগের ব্যানারে সোনামসজিদ স্থলবন্দরে একটি অসাধু মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই ধারা অব্যাহত থাকলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলেও তিনি হুশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মাহবুব হাসান ঋতুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরন শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোরার লক্ষ্যে নাটোর জেলার অধিনস্থ কলেজ …