রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ৯ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ৯ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকা মূল্যের ফেন্সিডিল, বিদেশী মদ, ইয়াবা, হেরোইন, নেশা জাতীয় ইনজেকশনসহ ভারতীয় বিড়ি তৈরির মসলা দ্রব্য ধ্বংস করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আয়োজনে সদর দপ্তরে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

মাদক দ্রব্য ধ্বংসে অংশগ্রহণ করেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

তিনি বলেন, মাদক দ্রব্য শুধু মানুষকেই ধ্বংস করেনা পুরো জাতিকে ধ্বংস করে। মাদকের ভয়াল আগ্রশন থেকে নতুন প্রজন্মকে রুখতে হবে। তা না হলে সারা বাংলাদেশে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতনতা মূলক কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ,৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া,পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বিজিবি ৫৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ও ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেলাল হোসেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ২০২৩ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ৩০ মার্চ মোট ১ বছরে ১১৩ জন আসামীসহ আনুমানিক ৬৩ কোটি টাকার চোরাচালানী দ্রব্য ও মাদক আটক করা হয়।

#

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …