সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ৭ গরু চোর গ্রেফতার, ৩ লাখ টাকাসহ ৩টি পিকআপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৭ গরু চোর গ্রেফতার, ৩ লাখ টাকাসহ ৩টি পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধারসহ আন্তঃজেলা গরুচোর চক্রের মূলহোতাসহ ৭সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে চোরাই গরু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারসহ চরোইকাজে ব্যবহৃত ৩টি পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা  হলেন, রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামেরমৃত কায়েমুদ্দিন মোল্লার ছেলে গরুচোর চক্রের মূলহোতা সাইফুল মোল্লা, কাটাখালীর মিরকামারী গ্রামের মৃত আফাল ওরফে আলালের ছেলে আলামিন  ও পারভেজ আলী, মৃত কামাল হোসেনের ছেলে বেলাল হোসেন রুবেল, মুজাম আলীর ছেলে হানিবুল, রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত জনাব আলীর ছেলে শাজাহান ও হায়দার আলীর ছেলে মাসুম আলী। 

গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

আজ শুক্রবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। 

প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, গত একমাসে সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …