নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে আমের ক্ষতিকারক পোকামাড়ক ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে কীটতত্ব বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দিনব্যাপাী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আম গাছ বিতরনের মধ্য দিয়ে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সবিচ কমলারঞ্জন দাশ।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্তের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, কীটতত্ত্ব বিভাগের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার, কীটতত্ত্ব বিভাগের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মলকুমার দত্ত, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্বর গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন, আঞ্চলিক উদ্যানতত্বর গবেষণা কেন্দ্রের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিজ্ঞানী মোঃ মোশারফ হোসেন।
দিনব্যাপী কর্মশালায় দুইসীপটে উপ-সরকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় কৃষকসহ মোট ৭৫ জনকে এই প্রশিক্ষক প্রদান করা হয়।