নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নাজিবুর রহমানকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫’র সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারাংপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামের নূর মোহাম্মদের ছেলে নাজিবুর রহমান (৪৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে রোডের সারাংপুর এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী নাজিবুর রহমানকে ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ২ হাজার টাকা।
র্যাব আরো জানায়, নাজিবুর দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় গোদাগাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …