রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / ই-লার্নিং / চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মিলনায়তনে ৪১তম বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯’র বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা) দেবন্দ্রনাথ উরাঁও।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে সদর উপজেলার ১৩টি বিদ্যালয় এ মেলায় অংশগ্রহণ করে। পরে, অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …