শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ :

চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধের দাবীতে কর্মবিরতি পালন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ৩ দফার দাবীতে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়।

ঘন্টাব্যাপী কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম, প্রচার সম্পাদক ওবায়দুল হক সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, শিক্ষা বান্ধব সরকার বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করবেন এবং যারা বহুদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত আছেন তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধ করে অস্থায়ী কর্মচারীদের নিয়োগের দাবি করেন। তারা আরও বলেন ৩ দফা দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মীসুচির ঘোষনা দেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …