নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার দুপুরে আরএমও বিয়ষটি নিশ্চিত করেন।
ডেঙ্গু আক্রান্ত রোগিরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ধোলারীহাট গ্রামের মজিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের কামরুজ্জামানের ছেলে শাহিন (২৫), একই উপজেলার কালিনগর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে শাহিন (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিম সরকার বলেন, ২৪ ঘন্টায় আধুনিক সদর হাসপাতালে শরিফুল, শাহিন এবং শাহিন ভর্তি হোন। তিনি আরো বলেন, তারা ৩ জনই ঢাকায় থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে সেখান চিকিৎসা পেয়ে গতকাল শুক্রবার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর তাদেরকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে আরো কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং তাদের ভর্তি পরীÿা-নিরীÿা করা হচ্ছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …