শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ৩০০টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৩০০টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষুক, স্বর্ণকারীগর, রিক্সাওয়ালা, কর্মহীন প্রায় ৩০০টি পরিবারকে চাল, তেল, সাবান এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসনের পাশাপাশি উন্নয়নমূলক সংগঠন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০০টি পরিবারকে এসব বিতরণ করা হয়। বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রমে সহায়তাকারী নারি উদ্যোক্তা মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া ৫০ জন ভিক্ষুক চাল বিতরণ করেন।
এদিকে পলশা গ্রামের তিন বন্ধু মিলে বন্ধুর কাছ থেকে টাকা তুলে ১৫০ টি কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোক্তা আসাদুজ্জামান জুয়েল জানান, আমরা তিন বন্ধু ভাবলাম করোনার কারণে অনেক বাইরে কাজ করতে পারে না এবং কর্মহীন হয়ে বাড়িতে বসে আসে। তাদের কথা বিবেচনা করেই আমাদের বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে অত্র গ্রামের ১৫০টি কর্মহীন পরিবারকে সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো জানান, কর্মহীন অসহায় গরীবদের পাশে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। আর এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …