রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ১২শ আদিবাসী পরিবারের মাঝে খাাদ্য সামগ্রী বিরতণ

চাঁপাইনবাবগঞ্জে ১২শ আদিবাসী পরিবারের মাঝে খাাদ্য সামগ্রী বিরতণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ১২০২টি আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে এসেডো-রাজশাহী ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর যৌথ অর্থায়নে নাচোল উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমী মাঠে আদবিসী পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আমল ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খানসহ অন্যান্যরা।

করোনার কারণে জেলায় অঘোষিত লকডাউনে সংকটকালীন সময়ে আদিবাসী পল্লীর সাধারণ মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় দুইটি স্থানে ১২০২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। আগামীতে আদিবাসীদের ত্রাণ বিরতণের কার্যক্রম চলমান থাকবে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …