মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: 

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো ও দমনপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১১মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সোনারমোড় এলাকায় জেলা বিএনপির ব্যানারে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড.রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বয়ক ওবায়েদ পাঠান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকনসহ অন্যান্যরা। মানববন্ধনে জেলা বিএনপি, সকল উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এসময় বিএনপির মানববন্ধন  থেকে স্লোগান দেয় ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’,‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’,‘এবার গুলি চালালে, আমরাও চালাবো’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …