সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী শুরু হয়েছে। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চালাকালে চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ৩ লাখ ৬৫ হাজার শিশুকে টিকাদান প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাগঞ্জের ৫টি উপজেলায় ১০৮০টি টিকাদান কেন্দ্রে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছরের সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

তিনি আরো জানান, শিশুদের হাম-রুবেলা যেন না হয় সে কারণে এই টিকা দেয়া হচ্ছে। শিশুদের শারীরিক সমস্যা সমাধানে হাম-রুবেলা টিদা প্রদান করা হচ্ছে। গত ১২ ডিসেম্বর এই টিকা দেয়ার কথা থাকলেও স্বাস্থ্যকর্মীরা দাবি আদায়ের আন্দোলনে থাকাই এ কার্যক্রম শুরু হয় অনেক পরে।

এদিকে জেলার টিকাকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিচ্ছেন বাচ্চারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …