নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় মটরসাইকেল-সিএনজি সংঘর্ষে জেলা পরিষদের সদস্য মামুন নিহত হয়েছে। আহত হয়ে আরো একজন।
আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলো, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তৈমুর কমান্ডারের ছেলে রেজা মোহাম্মদ মামুন (৩৯)। আহত ব্যক্তি হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লার মোঃ আনোয়ার হোসেনের ছেলে আবু সাইম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও সাইম মটরসাইকেলযোগে শিবগঞ্জ যাবার সময় রানাহাটি এলাকায় বিকেল সাড়ে ৪ টার দিকে সিএনজি’র সাথে মটরসাইকেলের সংঘর্ষ হলে ২ জন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আর সাইম গুরুত্বর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …