সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারি পলাতক রয়েছে।

নিহতরা হলো পৌর এলাকার পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে জয়নাল আবেদিন টিটু(২৫) ও একই এলাকার খুদ্দম আলীর ছেলে সিরাজুল ইসলাম(৪৫)।

ওসি জসিম উদ্দিন জানান, সকালে রহনপুর থেকে নাচোল যাওয়ার পথে প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহী মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

চালক ও সহকারিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

আরও দেখুন

২০১৪ সালে গুম দুই ভাই, মামলা তুলে নিতে বাদীকে হুমকি,বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের ঘটনায় বাদীদের মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ …