নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বামীর মটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল সেনাকর্মকর্তার স্ত্রীর। আজ বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার নেজামপুর উইনিয়নের হাটবাকইল সড়কের বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল আরোহী নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের চক নেজামপুর গ্রামের সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মজিবুর রহমানের স্ত্রী জেসমিন খাতুন (২৭)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, মটরসাইকেলে স্ব-পরিবার শশুরবাড়ি থেকে নিজ বাড়ি চকনেজামপুর ফেরার পথে দুপুরে নেজামপুর ইউনিয়নের হাটবাকইল সড়কের বড় মসজিদের পাশে একটি টানিং পয়েন্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে দেখে মটরসাইকেলটি হার্ড ব্রেক করেন মজবিুর রহমান। এ সময় মটরসাইকেলে থাকা মজিবুর রহমানের স্ত্রীসহ তার ছয় বছরের ছেলে সবাই ছিটকে পড়ে রাস্তায়। এতে মজিবুরের স্ত্রী সড়কের উপর পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারা যান। তবে বেঁচে যায় মজিবুর ও তার ছেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …