রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাসুয়ার আঘাতে স্ত্রী খুন

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাসুয়ার আঘাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্বামীর হাসুয়ার আঘাতে স্ত্রী খুন হয়েছে। গুরুতর আহত হয়েছে মেয়ে ও জামাই। আজ সোমবার বিকেলে আয়েশা খাতুন নামের এক নারীকে কুপিয়ে হত্যা করে তার স্বামী।

নিহত নারী ভোলাহাট উপজেলার খড়গপুর গ্রামের কোবাদ আলীর স্ত্রী (৪৭)। নিহত আয়েশার পরিবার জানায়, কোবাদ আলী আজ দুপুরে নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে স্ত্রী আয়েশা খাতুন টাকা দিতে আপত্তি করে। এক পর্যায়ে পাশে পড়ে থাকা একটি হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রীকে। এতে ঘটনাস্থলেই মারা যায় আয়েশা।

আয়েশার মেয়ে ও জামাই তাকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক কোবাদ আলী মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলামকে হাসুয়া দিয়ে গুরুত্ব আহত করে।

এদিকে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আর এ ঘটনায় আহতদের প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, ঘাতক কোবাদ আলী একজন মাদকাসক্ত ছিলেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে কোবাদ আলী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …