মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে স্কুলে বই উৎসব


নিজস্ব প্রকিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব-২০২০’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বই উৎসবের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

আজ বুধবা বেলা ১২ টায় শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে, এ সময় অন্যান্যদের মধ্যে ব্যক্ত রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাও, সহকারী শিক্ষা অফিসার সায়েদুই ইসলাম, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামিউল হক লিটনসহ প্রমুখ। পরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবইয়ের সেট তুলে দেন প্রধান অতিথি।

এ বছর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১০ লাখ ১৪ হাজার ৫২৫টি; মাধ্যমিকে ১৭ লাখ ২৮ হাজার ৩৩৯টি; দাখিল ৪ লাখ ৫১ হাজার ২৪৬টি; ইবতেদায়ী ২ লাখ ০৮ হাজার ৮৮০টি; ভোকেশনাল ৪৩ হাজার ৪৮৪টি ও দাখিল ভোকেশনাল ১ হাজার ১৫০টি সহ মোট ৩৪ লাখ ৪৮ হাজার ২৪টি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে

চাঁদাবাজি, হামলা ও জালিয়াতির অভিযোগে সাংবাদিক সম্মেলন নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও …