শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র জনকের জন্মবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র জনকের জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে স্কাউটস’র জনক রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে, অতিথিরা কেক কেটে স্কাউটসর জনকের জন্মবার্ষিকী পালন করেন।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা স্কাউটস’র কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির উজ-জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা রোভারের সম্পাদক সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র সভাপতি মোঃ বজলার রহমান, জেলা স্কাউট’স লিডার খসরু পারভেজ।

আলোচনা শেষে পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচীর অংশ হিসেবে রোভার, স্কাউটস ও কাব সদস্যরা নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আবর্জনা পরিস্কার করেন।

আরও দেখুন

কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …