শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া মেজর পরিচয় প্রদানকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতা আবজাল খানসহ দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া মেজর পরিচয় প্রদানকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতা আবজাল খানসহ দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছয়জনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া মেজর পরিচয়দানকারী আবজাল খানসহ দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সোমবার মানিকগঞ্জের দক্ষিণ শিবালয় থেকে তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত দুই প্রতারক হলো গাইবান্ধা জেলার দক্ষিণ ধানঘড়া এলাকার মৃত. জিন্নাতের ছেলে আবজাল খান (৫০) এবং তার সহযোগী মানিকগঞ্জ জেলার দক্ষিণ শিবালয় এলাকার আলমাসের ছেলে আব্দুল সাত্তার (৩০)।

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিআইডির কার্যালয়ে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিআইডির এএসপি আফজাল হোসেন।

প্রেস ব্রিফিংয়ে অরিতিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, প্রতারক আবজাল নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল।  এরই ধারবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০১৯ সালে ছয়জনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ ঘটনায় নাচোল থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সিআইডি মামলাটির তদন্ত নিয়ন্ত্র গ্রহণ করে অপরাধী চক্রকে গ্রেফতারের চেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার মানিকগঞ্জ জেলার দক্ষিণ শিবালয় থেকে মূলহোতা আবজালসহ তার অপর সহযোগী আব্দুল সাত্তারকে এলআইসি’র সহায়তায় গ্রেফতার করে সিআইডি।’

তিনি আরো জানান, আসামীরা একটি সংঘবদ্ধ প্রতারক এবং সেনাবাহিনীর চাকুরি প্রদানের ভুয়া চক্রের সক্রিয় সদস্য। এঘটনায় সিআইডি আরও ৩ জনকে গ্রেফতার করে।

আরও দেখুন

নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে। যা নন্দীগ্রাম …