শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সিএনজির ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত-১

চাঁপাইনবাবগঞ্জে সিএনজির ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত-১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর এলাকায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। আহত হয়েছে একজন। সিএনজিসহ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৫ টার দিকে ছত্রাজিতপুর সোনামসজিদ মহাসড়কের মহদিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে জনি বিশ্বাস (৩০)। এসময় সিএনজির ধাক্কায় মাহাবুল নামের এক গুরুত্বর যুবক আহত হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনি ও মাহাবুল মোটরসাইকেল যোগে শিবগঞ্জ যাওয়া সময় সিএনজির ধাক্কায় জনি নিতহ হয় এবং গুরুত্বর আহত হয় মাহাবুল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জনির মরদেহ উদ্ধার করে। আর পরিবার মামলা না করায় নিহত জনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহত মাহাবুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।তিনি আরো বলেন, সিএনজিসহ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *