রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল পল্লীতে আইজিপির সহধর্মিনীর শীতবস্ত্র ও চিকিৎসাসেবা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল পল্লীতে আইজিপির সহধর্মিনীর শীতবস্ত্র ও চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। 

আজ মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইস্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে দুঃস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমীন, রাজশাহীর ডিআইজি আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসানসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে পুনাক সভাপতি জানান, মির্জাপুর ও এর আশেপাশের এলাকার সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠীর ১ হাজার ৩০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি সহধর্মিনী মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। পরে সাংস্কৃতি অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …