নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের অবহিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
আজ রবিবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই নিয়ে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বাংলাদেশের অর্জনের বিষয়ে জানান, শিক্ষাখাত, স্বাস্থ্যসেবায় সাফল্য, নারী ও শিশু উন্নয়নে অর্জন, নারীর ক্ষমতায়নে অর্জন, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা।
তিনি আরো জানান প্রবাসী শ্রমিকদের উন্নয়নে অর্জন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ, শিল্প ও বাণিজ্য খাত, সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের অর্জন, ভূমি ব্যবস্থাপনা এবং মন্দা মোকাবেলায় সাফল্য নিয়ে বিশদ আলোচনা করেন। পরে তিনি তার নির্বাচনী? এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উন্নয়ন চিত্রও তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম টিয়া, আব্দুর রহমান এডুসহ আওয়ামী রীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে সরকারের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে এমপি শিমুলের মতবিনিময়
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …