রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালের সেপটি ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালের সেপটি ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সেপটি ট্যাংকি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৮ দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাপাতালের সেপটি ট্যাংকি থেকে উদ্ধার করা হয়।

মৃত উদ্ধারকৃত শিশুটি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে রোহান আলী (৪)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ৩১ তারিখ বৃহস্পতিবার নিখোজ হলেও গতকাল শুক্রবার থানায় জানান তার পরিবার। খোজাখুজির এক পর্যায়ে আজ রাত সাড়ে ৮ দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের একটি সেপটি ট্যাংকি থেকে তার মহদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আধুনিক সদর হাসপাতালের সিটি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের একটি অজ্ঞাত বাচ্চা তাকে হাপাতালের বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ায়। পরে লাশকাটা ঘরের দিকে নিয়ে গিয়ে সেপটি ট্যাংকি ধাক্কা মেরে ফেলে দেয়। এতেই মারা যায় রোহান ধারনা করছে পুলিশ। 

এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …