নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জেঃ
চাঁপাইনবাবগঞ্জে সতীনের ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-শিবপুর মহল্লার রমজান আলীর মেয়ে রোজিনা ওরফে খাদিজা।
অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৮ সালের ৭ অক্টোবর রাতে সতীনের ছেলে ২য় শ্রেনী পড়ুয়া রেদওয়ানকে হত্যা করে প্রতিবেশী ফটিকের বাড়ীর প্রাচীরের সন্নিকটে ফেলে চলে যায়। এ ঘটনায় মৃত শিশুটির পিতা আব্দুর রহিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে পরের দিন ৮ অক্টোবর নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইদ্রিস আলী হত্যা রহস্যটি উদঘাটন করে তার সৎ মা রোজিনাকে আসামী করে একই সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমানাদি শেষে বিচারক আজ আসামির উপস্থিতে উপরোক্ত রায় প্রদান করেন।