সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২; আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২; আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর বংপুর এলাকায় ট্রাক ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আজ শনিবার রাত ৮ টার দিকে গোমস্তাপুর উপজেলার আড্ডার বংপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী পেছতা সুলতানা (৪২) এবং নওগাঁর পোরশা উপজেলার ধামইরহাটের আগানগর এলাকার কেতাবুদ্দীন ছেলে মেহদী হাসান (৪৫) ।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুুর থেকে আড্ডা যাওয়ার পথে বংপুর এলাকায় একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুলতানা ও মেহদী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও আহতের উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …