রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা মোড়ে ট্রাক অটোর সাথে সংঘর্ষে অটো চালক নিহত। এঘটনায় আহত একজন। আজ বৃস্পতিবার রাত ৮ টার দিকে শিবতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ববি মাওলানার ছেলে রবিউল ইসলাম (২৭)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের বাবর আলী ছেলে সেলিম রেজা (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, অটোগাড়িতে শহরের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক যার নং বগুড়া-ট ১১-০৫১৫ পিছন থেকে ধাক্কা দিলে অটোগাড়ির চালক রবিউল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অটো গাড়ির যাত্রী সেলিম আহত হয়। আহত সেলিম রেজা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এ ঘটনা ঘাতক ট্রাক ও ট্রাকের চালক গাফফার আলীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …