বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সনাকের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সনাক এর সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, সামিমা বেগম, শফিকুল ইসলাম ও সালমা বেগম হ্যাপিসহ অন্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট ঘটনায় আমরা মর্মাহত। কোন ধর্মই সংঘাতকে সমর্থন করেনা। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক দন্দ্ব সংঘাতের সৃষ্টি করছে তারা সবার শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

বক্তারা আরও বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে সঠিক বিচারের আওতায় আনার জোর দাবি করেন। তাহলে অন্যরা এবিষয় গুলোতে উৎসাহিত হতে পারবে না।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …