সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ধর্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ধর্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের এক শিশুকে বলৎকারের ঘটনায় অভিযুক্ত ধর্ষক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর শিবগঞ্জ উপজেলার কানসাট বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারকৃত ধর্ষক, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর রেলবাগান মহল্লর মৃত সুলতানের ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবু আহম্মেদ রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কানসাট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকা পালিয়ে যাবার জন্য সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, গত শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ৬ বছরের শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়িতে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় শফিকুল। আর ওই দিন তার পরিবার মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে পলাতক ছিল শফিকুল। ঘটনার পর থেকে পুলিশ ধর্ষককে ধরার জন্য অভিযান অব্যহত রাখে এবং গতকাল সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …