শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার(১৯’ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নিজস্ব মিলনায়তনে কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, জেলা কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল, একাডেমি পরিচালনা কমিটি সদস্য গোলাম ফাুরক মিথুন, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, সাংবাদিক জোনাব আলী, জেলা চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ অনান্যরা।

বক্তারা সাংস্কৃতিক কর্মকান্ড উন্নয়নে একাডেমির প্রশংসা করেন। তারা ভবিষ্যতে স্থানীয়ভাবে একাডেমি জেলার সাংস্কৃতিক উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের …