নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিকালে স্কিলস কম্পিটিশন-২০২৫ এর প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে হল রুমে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম ও রোকনুজ্জামানসহ অন্যান্যেরা।
প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের ৬টি বিভাগের স্টল পরিদর্শন করেন। এখানে ৬টি বিভাগের ৩৬ জন শিক্ষার্থী বিচারকদের নিকট উদ্ভাবিত পণ্য উপস্থাপন করে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হবে।