নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংগঠন আশা’র উদ্দ্যোগে জেলার ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
আশা’র রাজশাহী ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হায়দার, আশার ডি এম মোঃ মহসিন হোসেন জিপিএ-৫ প্রাপ্ত আশিফ ইকবাল রিফাত ও আশা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকসহ স্থানীয় সংকর্মীরা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন অতিথিরা।
আরও দেখুন
কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …