নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং পায়াক্ট বাংলাদেশ এর বাস্তবায়নে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার’স ফোরামের সভাপতি ও সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলকসহ গণমাধ্যমকমীরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপে ভাগ হয়ে এলজিএসপি’র কর্মসুচী অর্জনে সমস্যাগুলো চিহ্নিত, কিভাবে আরো অর্জন এবং উন্নয়নমূলক প্রকল্পগুলো স্থায়ীত্বশীল করা যায় সেবিষয়ে সুপারিশমালা জমা দেন।