নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধে ঘোষিত চাঁপাইনবাবগঞ্জে জেলার সর্বাত্মক লকডাউনের ৭ম দিনে সার্বিক ‘লকডাউন’ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জেলার গুরুত্বপূর্ণ্য ও জনবহুল স্থানসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ।
আজ সোমবার ৩১ মে সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা করোনাভাইরাস নিয়ন্ত্রণে জেলাজুড়ে ঘোষিত লকডাউন বাস্তবায়নে জনসাধারনকে সচেতন করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
এ সময় সংক্রমক ব্যাধি (প্রতিরোধ, প্রতিকার ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারায় নির্দেশনা অমান্য করার অপরাধে জেলা শহর ও উপজেলাসমূহে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ৪৭ টি মামলায় ৪৭ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।
তাছাড়াও মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা প্রশাসনকে সার্বিক সহায়তা করছেন। এ ছাড়াও পুলিশ সদস্যরা বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিধি-নিষেধ কার্যকর করে চলেছেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …