শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাপাইনবাবগঞ্জে রবিউল ইসলাম হত্যার সাথে জরিত খুনীদের দৃষ্টান্তমূক শাস্তির দাবিতে মানববন্ধন করেন পরিবার ও এলাকাবাসীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। আজ বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যান্যারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত রবিউলের মা উমেসা বেগম, স্ত্রী জেসমিন রুমি, ভাই মনিরুল ইসলাম, ঝিলিম ইউনিয়নের সাবেক কাউন্সিলর মাহতাব উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তব্যরা বলেন, রবিউল ইসলামকে যারা হত্যা করেছে তাদের এখন গ্রেপ্তার করা হয়নি। তাদের গ্রেপ্তার না করায় পরিবারসহ এলাকাবাসী ভয় ও আতংকের মধ্যে রয়েছে। আর আইনশৃংখলার বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তাদের দ্রুত গ্রেপ্তর করে হত্যাকারীদের ফাসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই মানববন্ধনে।

এদিকে গত ৫ ডিসেম্বর সকাল ১১ টায় রবিউল ইসলামকে আমনুরা এলাকায় দিনদুপুরে হত্যা করে কয়েক সন্ত্রাসীরা। আর পরের দিন তার ছেলে ফয়সাল আলি রিয়াদ বাদি হয়ে ১৫ জনের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …