শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল ক্যাম্পে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ বিনামূলে দেয়া হলে সীমান্তবাসীকে

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল ক্যাম্পে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ বিনামূলে দেয়া হলে সীমান্তবাসীকে

নিজস্ব প্রতিবেদক:  

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের কলমদর আলিম মাদ্রাসা মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ছয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে দিনব্যাপি এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

আর ফ্রি মেডিকেল ক্যাম্পে ও বিনামূল্যে ঔষুধ পেয়ে অনেক খুশি চিকিৎসা নিতে আস সাধারণ মানুষ।

বিজিবির এমন সামাজিক কর্মকান্ডে কারণে সীমান্তের অপরাধ প্রবণতা কমেছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …