নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ ক্ষণ গণনা শুরু উপলক্ষে গণর্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গণর্যালীটি কারবালা মোড় থেকে বের হয়েছে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত পথ সভা হয়।
শিবগঞ্জ উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, পৌর মেয়র কারিবুল হক রাজিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা।
